মিতু খুনের মামলায় আরও দুজনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, পিবিআইয়ের পরিদর্শক ও ডিজিটাল পরেন্সিক বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল বাদী ও এএসআই মো. সাহাব উদ্দিন। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এ দুজনের সাক্ষ্য রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় জব্দকৃত একটি মোবাইল ফোনের পরীক্ষা করেন পিবিআই পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাদী।

অন্যদিকে মোবাইলটি জব্দ করার সময় এসআই মো. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। তারা দুজনই এ সংক্রান্ত সাক্ষ্য দিয়েছেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মঙ্গলবারও (আজ) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এ জন্য মো. মহিউদ্দিন পারভেজ নামের একজনকে ডাকা হয়েছে। এ পর্যন্ত ১২ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে মিতু খুন হন। আদালতসূত্র জানায়, মিতু হত্যা মামলায় গত ১৩ মার্চ চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি
পরবর্তী নিবন্ধআঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে সরকার