চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল সোমবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে এই উপদেষ্টা কমিটির অনুমোদন দেন ।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগে যারা জায়গা পেয়েছেন তারা হলেন–সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, সাবেক সংসদ সদস্য বেগম হাসিনা মান্নান, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহম্মদ (পটিয়া), কাজী আবু তৈয়ব (পটিয়া), আহমদ হোসেন (বোয়ালখালী), এম এ জাফর (পটিয়া), এম এন ইসলাম (কর্ণফুলী), সামশুদ্দিন আহমদ (আনোয়ারা), আবু জাফর চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা), মোহাম্মদ আলী, আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক ড. শাহাদাত হোসেন (সাতকানিয়া), অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন (পটিয়া), অধ্যাপক ড. এ এইচ এম সেলিম উল্লাহ (পটিয়া), আবু জাফর (বাঁশখালী), আবদুল হান্নান চৌধুরী মঞ্জু (আনোয়ারা), মাহবুব আলম (বোয়ালখালী), মাহফুজুল হক চৌধুরী (বাঁশখালী), এরশাদুল হক ভুট্টু (লোহাগাড়া), দেলোয়ার হোসেন (লোহাগাড়া), আহমদ আলী জাহাঙ্গির (বোয়ালখালী), লায়ন নজরুল ইসলাম (চন্দনাইশ), অ্যাড. কামরুন নাহার (পটিয়া), মো. মজিবুর রহমান (বাঁশখালী), অধ্যাপক আব্দুর রহিম (পটিয়া), মাস্টার সিরাজুল ইসলাম (পটিয়া), এ এম মাহবুব চৌধুরী (চন্দনাইশ)।