সৌদি আরবের আবহা মাহাইল এলাকায় বজ্রপাতে আহমদ ছফা (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে (স্থানীয় সময়) কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আহমদ ছফা লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোজাহের আহমদের পুত্র ও ২ সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য মো. হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহমদ ছফা সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ করতেন। আজ সোমবার রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে আহমদ ছফা ঘটনাস্থলে মারা যান। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি পরিবারের সাথে শেষবারের মতো কথা বলেন।
তিনি জানান, আহমদ ছফার মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।