তরুণ শিক্ষকদের গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হলো গবেষণাধর্মী ধারাবাহিক আয়োজন ‘সিআইইউবিএস রিসার্চ সেমিনার’।
নগরের জামাল খান ক্যাম্পাসে সম্প্রতি সিআইইউ বিজনেস স্কুল (সিআইইউবিএস) এই সেমিনারের প্রথম পর্বের আয়োজন করে। এতে গবেষণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নানান সুপারিশ তুলে ধরেন।
এ সময় তিনি জানান, দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিজনেস স্কুলের সব শিক্ষক উপস্থিত ছিলেন। পরে তারা ড. ইমন কল্যাণ চৌধুরীর কাছে উপস্থাপিত বিষয়ে তাদের অভিমত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্ন জানতে চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ম্যানেজমেন্ট এবং এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ প্রমুখ।