সাতবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাজী সাহেব মিয়া ও চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল হক। গত ১ সেপ্টেম্বর ইউনিয়নের পলিয়াপাড়ায় এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুফতি ছৈয়দ মো. আশেকুর রহমান। মো. নুরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাড. নাসির উদ্দীন, অ্যাড. মোজাম্মেল হক ফারুকী, অ্যাড. আখতারুজ্জামান, অ্যাড. শহিদুল ইসলাম, ব্যাংকার আবদুর রহমান, মো. শফিকুল ইসলাম, নিয়াজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মাহমুদ হোসেন, সেলিম উদ্দীন, নেজাম উদ্দীন, মো. ইলিয়াছ, সামশুল আলম, ডা. আবদুল আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফরাসি সৈন্য প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজার হাজার লোকের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন