শ্রীলংকার বিপক্ষে ছিল হতাশার হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ। তবে লাহোরে বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ৩৩৪ রানের বড় সংগ্রহ। এ সংগ্রহের পেছনে ছিল নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য সেঞ্চুরি। সঙ্গে ১৯০ বলে ১৯৪ রানের অপরাজিত জুটি গড়েছেন মিরাজ ও শান্ত। যেই জুটিতে হয়েছে বেশ কিছু রেকর্ড। তাদের ১৯৪ রানের জুটিটিই এখন এশিয়া কাপে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এত দিন ওয়ানডে এই টুর্নামেন্টে সর্বোচ্চ জুটির মালিক ছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী। পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে তারা ১৬০ রানের জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে ১৯০ বলে ১৯৪ রানের জুটিতে নতুন রেকর্ড গড়েছেন মিরাজ–শান্ত। সেঞ্চুরি করার কিছুক্ষণ বাদে মুজিব উর রহমানকে ছক্কা হাঁকাতে গিয়ে হাতে ব্যথা পান মিরাজ। মাঠ ছেড়ে যাওয়ায় এই জুটিটি থেকেছে অবিচ্ছিন্ন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ৩২৬ রান।