সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। গত শনিবার সিডনিতে মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। হল ভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রাখে তারা। দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী। এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন। গানটি শুনে আবেগাপ্লত হয়ে পড়েন দর্শকরা। খবর বাংলানিউজের।

সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, সিডনিতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ‘ঘুম ভাঙা শহরে’ গানটি করেছি। কারণ, বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি। গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস। ৫০ বছর পূর্তি উপলক্ষে সোলস ইতোমধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো-‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’, ‘যদি দেখো’। জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গেল জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে কনসার্টে অংশ নিয়েছিল দলটি।

পূর্ববর্তী নিবন্ধগানে কণ্ঠ দিলেন সজল
পরবর্তী নিবন্ধআ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটি