একটি চিঠি

জাকিয়া আহমেদ | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

প্রিয়,

আশা করি ভালো আছেন। দীর্ঘ কত যুগ পর আজ বিশেষ দিবসে আপনাকে চিঠি লিখতে বসছি। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারব। চিঠির ভাষায় ভালোবাসাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। আমার এই মনের গভীর ভালোবাসা আপনার মনে কতটুকু গভীর এ পৌঁছাবে তা কিছুটা আঁচ করতে পারছি। আদৌ কি হৃদয় ছুয়ে যেতে পারবে! জানি না। চিঠি যখন লিখতে বসি ভাবি কী লিখব! অনেক এলোমেলো ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনার সাথে কাটানো সময়, প্রতিটা ক্ষণ আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনি কিছুটা বিরক্ত হন এ কেমন আদিখেতা! তারপরেও বয়সের সংখ্যায় একটুও কমেনি আমার ছেলে মানুষিগুলো। তো এতটুকু কম সময়ে অনেক দিন পর চিঠি লেখার লোভ সামলাতে পারলাম না। এই ডিজিটাল যুগে এইটাই বা মন্দ কী! তাই না! কী বলেন! ভাবছিলাম কাগজে চিঠি লিখে পাঠাবো। সেটার অনুভূতিটা অসাধারণ! তো আজ আর নয়। ভালো থাকবেন। ও হ্যাঁ চিঠির উত্তর দিতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম।

ইতি আপনার শুভার্থী

….

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা কোম্পানিগঞ্জে ট্রাফিক পুলিশ চাই
পরবর্তী নিবন্ধসুশিক্ষিত জাতি আর স্বশিক্ষিত জাতি