লামায় ৬ একর বনাঞ্চল দখল মুক্ত করলো বন বিভাগ

লামা প্রতিনিধি | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

লামা বন বিভাগের বমু সংরক্ষিত বনাঞ্চলের বেদখলে থাকা ৬ একর জায়গা দখল মুক্ত করেছে বন বিভাগ। লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে এ জয়গা দখল মুক্ত করেন। দীর্ঘ বছর ধরে জায়গাটি বেদখলে ছিলো এবং অবৈধভাবে একে অন্যের কাছে বেচাবিক্রি করছিলো বলে অভিযোগ রয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার উত্তর বন বিভাগের কাছ থেকে গত ২০০৫ সালে বমু সংরক্ষিত বনাঞ্চল লামা বন বিভাগের নিকট হস্তান্তরিত হয়। সংরক্ষিত এ বনাঞ্চলে শতবর্ষী গর্জন, তেশল, চাপালিশ, বয়েরা বৈলআম ও রং গামারিসহ অসংখ্য গাছ রয়েছে। বন বিভাগ ও স্থানীয়ভাবে বন বিভাগের নিয়োজিত ভিলেজাররা এ বনাঞ্চল দেখাশুনা করেন। ভিলেজারদের মাধ্যমে বংশ পরম্পরায় সংরক্ষিত এ বনাঞ্চলের বেশির ভাগ জমি বেদখল হয়ে প্রভাবশালীদের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। বমু সংরক্ষিত বনাঞ্চলের অহিদ্দারঘোনা এলাকার ভিলেজার আবুল কাসেমের ভাই ছৈয়দ আলম গত ৩০ বছরের অধিক সময় ধরে সংরক্ষিত বনাঞ্চলের একটি জায়গা রক্ষণাবেক্ষণ করে আসছে। সম্প্রতি অহিদ্দার ঘোনা এলাকার ৬ একর জমি বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের এক মেম্বার ৭০ লাখ টাকায় ক্রয় করার দাবি করলে বিষয়টি বন বিভাগের নজরে আসে। এ প্রেক্ষিতে বন বিভাগ অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের বেদখল হওয়া জায়গা উদ্ধার করেন।

লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, বমু সংরক্ষিত বনাঞ্চলের বেদখলে থাকা ৬ একর জায়গা আমরা দখলমুক্ত করে চারা রোপণ করেছি। এছাড়া দখলমুক্ত জায়গায় লাল পতাকা দিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার রহিত করা হয়েছে। বন বিভাগের জবরদখল করা জায়গা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধটিকটক করে ফেসবুকে আপলোড টেকনাফে দুই শিক্ষার্থী বহিষ্কার