ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

আজাদী অনলাইন | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ১২:০৬ অপরাহ্ণ

রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় রেলের অস্থায়ী শ্রমিকরা অবরোধ করলে এই অবস্থার সৃষ্টি হয়।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ করে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, “সকাল ১০টার দিকে মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।”

রেল শ্রমিকরা জানিয়েছে, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান।

বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে শ্রমিকরা উদ্বিগ্ন।

এ পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী শ্রমিকদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানজুড়ে দোকানপাট বন্ধ!
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের মরদেহ