সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের মরদেহ

আজাদী অনলাইন | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ১২:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩২ বছর বয়সীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, অজ্ঞাত যুবকটির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

গায়ে লম্বা হাতা শার্ট এবং পরনে কিছুই ছিল না। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধচার ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল পুনরায় শুরু