সিজেকেএস হ্যান্ডবল লিগ কাল থেকে শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ কাল ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের সাথে সাথে ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগও শুরু হবে। আগামী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিকাল ৩টা হতে ১ম বিভাগ এবং ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা হতে ২য় বিভাগ হ্যান্ডবল লিগ একই ভেন্যুতে শুরু হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লিগ সমূহের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন। এবারের সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লিগে মোট ১১ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে নিম্মোক্তভাবে ২ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে: কাস্টমস্‌ স্পোর্টস ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, মুক্ত বিহঙ্গ, বাকলিয়া একাদশ, চট্টগ্রাম আবাহনী লি: (জুনিয়র) এবং ফ্রেন্ডস ক্লাব। ‘বি’ গ্রুপে আছে: মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ,সেবানিকেতন, বক্সিরহাট ইয়ংম্যানস্‌ ক্লাব, ক্রিসেন্ট ক্লাব এবং ও.পি.এ।

১ম বিভাগ হ্যান্ডবল লিগে মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে ২ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপএ তে আছে কোয়ালিটি এস.সি (ব্লুজ), চন্দনপুরা একাদশ, বি সি আই সি ক্রীড়া সংসদ, নিমতলা লায়ন্স ক্লাব, কোয়ালিটি স্পোটস্‌ ক্লাব এবং এম.এইচ স্পোর্টিং ক্লাব। গ্রুপবি তে আছে: গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী,বার্ডস স্পোর্টিং ক্লাব,নবীন মেলা,..ক ক্রীড়া সমিতি, বাংলাদেশ রেলওয়ে এস..,ইয়ং স্টার ব্লুজ।

২য় বিভাগ হ্যান্ডবল লিগে মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে ২ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপএতে আছে: সি এফ সি, অছি ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, আবেদীন ক্লাব।

গ্রুপবি তে আছে: বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স, শতাব্দী গোষ্ঠী,কল্লোল সংঘ গ্রীন, নোয়াপাড়া লায়ন্স ক্লাব,চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রিন। সিজেকেএস ভিশন শিপিং হ্যান্ডবল লিগসমূহে ২টি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী দুই দল ফাইনালে অংশগ্রহণ করবে। এই লিগসমূহের সর্বমোট বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৪,৫৩,০০০ টাকা। যার পুরোটাই পৃষ্ঠপোষক চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিশন শিপিং প্রদান করবে।

লিগ শুরু উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, পরিচালক জয়াশীষ দাশ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি আ..ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কলোল্ল দাশ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, রায়হান উদ্দিন রুবেল, লুৎফুল করিম সোহেল, জাহেদ হোসেন, আবু জাহেদ, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দীন, সৈয়দ নূর নবী লিটন, সাইফুল আলম খান, জাফর ইকবাল, টেবিল টেনিস সম্পাদক হারুন রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের শক্তি মাঠেই দেখাতে চায় মোহামেডান ব্লুজ
পরবর্তী নিবন্ধঅনুমোদন পেল থাভিসিনের নতুন মন্ত্রিসভা