আফগানিস্তানের বিপক্ষে শুধু ফুটবল নয় ক্রিকেটেও জয় চান জামাল

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অনেকটা কাকতালীয় হয়েছে ব্যাপারটা। আজ ফুটবল ও ক্রিকেট দুটোতেই বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ফুটবলে প্রীতি ম্যাচ ও ক্রিকেটে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দুই ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশআফগানিস্তান ম্যাচটি হবে বিকাল ৫টায়। তার আগে সাড়ে তিনটায় লাহোরে খেলা শুরু করবেন সাকিব আল হাসানরা। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফে আমরা যে পারফরম্যান্স করেছি, সেই লেভেল ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল আমরা ভালো একটা ম্যাচ খেলবো। আশা করি আমরা জিতবো।’

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসেপাক টাকরো লিগে চ্যাম্পিয়ন মুক্ত বিহঙ্গ