গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে চন্দনপুরা মহল্লা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোহাম্মদ রাজুর সভাপতিত্বে চন্দনপুরা বাই পাস রোডে পথসভা ও পদযাত্রা গতকাল বিেেকলে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সুজাউদ্দোলা বাবুল, মিজান চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দীন, গোলাম দুলাল, জানে আলম, এডভোকেট দিদারুল আলম চৌধুরী, মিজান চৌধুরী, আবু জাফর মাহমুদ, হাসান শহীদ রানা, জানি আলম, হাসিনা আক্তার টুনু, সিঞ্চন ভৌমিক, দিলরুবা খানম ছুটি, সিঞ্চন ভৌমিক, এম নুরুল হুদা চৌধুরী, মোরশেদ আলম, এম কাইছার উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, ডেঙ্গু থেকে চট্টগ্রামের মানুষকে বাঁচাতে দ্রুত কার্যকর ব্যাবস্থা নেয়ার জন্য চসিক, প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। কালবিলম্ব না করে চট্টগ্রামে মশা নিয়ন্ত্রণে পাড়া মহল্লা কমিটি গঠন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
        











