আমার প্রথম প্রেমের কথন হয়েছিলো এই চিঠিতে। হয়তো তখন আমি বালিকা কিশোরী বয়োসন্ধিতে! তখন তুমি টগবগে সুন্দর যৌবনে দীপ্ত এক সুপুরুষ। কাপ্তাইয়ে তখন চাকরি তোমার। ফায়ার স্টেশনে বেড়াতে গিয়ে দেখা হয়েছিলো। কোনো এক কথনে তুমি দিয়েছিলে ডাকঘরের সেই ঠিকানাখানা! নিখাদ ভালোবাসা অনুভূতির সঞ্চারে কেড়ে নিয়েছিলে হৃদয়। ছিলো না কোনো মোবাইল তখন, যোগাযোগ হতো কতো প্রতিকূলতায় আর একটু নেটওয়ার্কের জন্য তোমায় যেতে হতো পাহাড়ের সেই নির্জন চূড়ায়! আর আমি বসে থাকতাম তোমার সেই ফোনের অপেক্ষায়! আর টিএনটিতে ফোন আসলে মহাখুশী। ওখানকার ডাকঘর জানে…. একখান চিঠি পেতে তখন লাগতো সপ্তাহ খানে! প্রথম আবেগ, প্রথম হাতের ছন্দে তোমায় চিঠিতে লিখেছিলাম আমি! আমার সেই লেখাতেই পাগল হয়ে দিয়েছিলে নিখুঁত প্রেমের হাতছানি তুমি! আজো আছি তোমারই সেই বধূ প্রেমে এখনো পুরোদমে গৃহকর্ত্রীতে। সারাজীবন থাকবো দুজন এই চিঠির অমলিন স্মৃতির মণিকোঠার কুঠিরেতে।