মীরসরাইয়ে এ বছরও আখের ফলন ভাল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। পাশাপাশি বাজারে ভালো দামও পাচ্ছেন বলে জানান বিক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজারে এখন দেদার বিক্রি হচ্ছে হরেক রকম আখ। তার মধ্যে লাল আখের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করা যাচ্ছে। সাধারণত মীরসরাই উপজেলার আখ সুস্বাদু ও মিষ্টি বেশি হওয়ায় পাইকারদের কাছে এ আখের কদর অনেক বেশি। পাইকাররা এসব আখ মীরসরাই উপজেলার বিভিন্ন বাজার থেকে কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে।
মীরসরাই উপজেলার মীরসরাই বাজার, মিঠাছরা বাজার, বড়তাকিয়া বাজার, নিজামপুর বাজার, জোরারগঞ্জ বাজার, করেরহাট বাজারসহ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ঘুরে দেখা গেছে, কৃষকরা এখন আখ তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে মিনি ট্রাক যোগে আখ কিনে নিয়ে যাচ্ছে। প্রতিটি আখ পাইকারি হিসেবে ক্ষেতেই ৩০–৪০ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা। খুচরা হিসেবে ছোট আখ ৫০ থেকে ৬০ টাকা এবং বড় আখ ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে এবার। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারের আখ বিক্রেতা সিরাজ উদ্দিন মাসুদ জানান, এবার আমি ২০ শতাংশ জমিতে আখ চাষ করেছি। ফলন ভাল হয়েছে। খুচরা বাজারে বড় সাইজের আখ ৭০–৮০ টাকা, মাঝারি সাইজের আখ ৫০–৬০ টাকা ও ছোট সাইজের আখ ৩০–৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম জানান, মীরসরাইয়ে এবার ৫০ হেক্টর জমিতে লাল আখ চাষ হয়েছে। কাক্সিক্ষত ফলনে কৃষকরা বেশ খুশি। এখন দামও ভাল পাওয়ায় আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।