হাটহাজারীর শিকারপুর–বুড়িশ্চর জাতীয় শোক দিবস পালন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নজুমিয়াহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আসম রফিক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আলম, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ চৌধুরী, শিকারপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক মিয়া, শিকারপুর–বুড়িশ্চর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, আবু সাঈদ, শাহাজান মুরাদ রুমেল, সওকতুল আনাম সোহেল ও মনসুর আলম প্রমুখ। এর আগে বিভন্ন সমপ্রদায়ের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষকে ত্রাণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











