ঘুমধুমে বাইক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় তুমব্রু দিক থেকে আসা ১টি মোটরসাইকেলের সাথে টিভি টাওয়ারের দিক থেকে আসা অপর ১টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ মোট ২ জন গুরুতর আহত হয়।

আহত ব্যাক্তিরা হলেনঘুমঘুমের ঘোনার পাড়ার ৫নং ওয়ার্ডের মৃত বাদশাহ মিয়ার পুত্র আমানুল হক (২৬) ও একই ওয়ার্ডের হোছন আহম্মদের পুত্র নুর কামাল (২২)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে যায় বলে সূত্রে জানা যায়। স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেল আরোহী ২ ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনারী উন্নয়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ
পরবর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ড শাখার সভা