সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজাদীর সাংবাদিক রতন বড়ুয়াকে হুমকি দেয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেলে সেখানে কয়েকজন যুবক তাকে দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পাঁচলাইশ থানায় যান সাংবাদিক রতন বড়ুয়া। তবে পুলিশ তার জিডি নেয়নি। হুমকি দেয়া যুবকদের পরিচয় শনাক্ত না হলে জিডি নেয়ার নিয়ম নেই বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. আখতারুজ্জামান। ভুক্তভোগী সাংবাদিককেই হুমকিদাতাদের পরিচয় খুঁজে বের করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট ‘চমেক হাসপাতাল : একদিনও ইন্টার্নশিপ না করে তিনি ইন্টার্ন সভাপতি/ছাত্রলীগ নেতা তাকির বিরুদ্ধে যত অভিযোগ’ শিরোনামে দৈনিক আজাদীর প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮ আগস্ট ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ : অবাঞ্চিত কাগজেই, হোস্টেল–ক্যাম্পাসে সদর্পে বিচরণ বহিস্কৃত ছাত্রলীগ নেতাকর্মীর’ শিরোনামে দৈনিক আজাদীতে আরো একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। দুটি প্রতিবেদনই করেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া। এই সংবাদ প্রকাশের জের ধরে চমেক ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে হুমকি দেন বলে অভিযোগ সাংবাদিক রতন বড়ুয়ার।
রতন বড়ুয়া জানান, গত ১৯ আগস্ট পেশাগত দায়িত্ব পালনে তিনি চমেক হাসপাতালে যান। হাসপাতালের প্রশাসনিক দপ্তরে কাজ শেষে দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে ফিরছিলেন। কার্ডিয়াক সার্জারি ভবনের বিপরীতে হোস্টেলে যাওয়ার পথের মুখে পৌঁছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ৩/৪ জন যুবক তাকে ডাক দেন। যুবকদের কয়েকজন মাস্ক পরা ছিলেন। একজনের কাঁধে সাদা এপ্রোন ছিল। ছাত্রলীগের বিরুদ্ধে রিপোর্ট করতে খুব মজা লাগে? এমন প্রশ্ন করে ওই যুবকরা মজা বের করার হুমকি দেন এবং সাবধান হয়ে যেতে বলেন।