সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকর হলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে

অবহিতকরণ সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেছেন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আমাদের মোট জনসংখ্যার ৬২ শতাংশ কর্মক্ষম। ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হলে তারা একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকর হলে ধীরে ধীরে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাবে এবং বয়স্ক জনসাধারণের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিমের কার্যকর বাস্তবায়ন সংক্রান্ত জেলা পর্যায়ের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব (প্রবিধি) মনির হোসেন চৌধুরী। সভায় মূখ্য আলোচকের বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব (প্রবিধি) মনির হোসেন চৌধুরী বলেন, ২০২২২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিম চালুর লক্ষ্যে মহান জাতীয় সংসদ কর্তৃক চলতি বছরের ৩১ জানুয়ারি ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়। অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিঃসন্দেহে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ স্কিমে সকলকে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগকে সফল ও বাস্তবায়ন করার অনুরোধ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে প্রথম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধইরানি সিনেমা ‘লুপেটু’র বাংলা প্রিমিয়ার দুরন্ত টিভিতে