ইরানি অ্যানিমেটেড সিনেমা ‘লুপেটু’ বাংলায় ভাষান্তর হয়ে আসছে দুরন্ত টিভিতে। সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে শুক্রবার বিকাল ৩টায়। লুপেটু পরিচালনা করেছেন আব্বাস আসকারি। এটি ইরানে মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, সিনেমাটির ভাষান্তরে বাংলায় কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রানা, রিয়াদ চৌধুরী, আনিকা ইবনাত, অভিক সাহা, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু ও আতিক রহমান। ডাবিং পরিচালক ছিলেন রাইজুল ইসলাম আসাদ। খবর বিডিনিউজের।
সিনেমার গল্পে দেখা যাবে–কামালী একটি মানসিক হাসপাতালের মালিক। সেখানে রোগীরা খেলনা বানানোর মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। খেলনাগুলো দেশ–বিদেশে শিশুদের কাছে অনেক প্রশংসিত হয়। খেলনা কোম্পানির সভাপতি তার সাফল্য সহ্য করতে পারে না। তিনি একজনের মাধ্যমে খেলনার মধ্যে বিষ দিয়ে দেন।
ফলে খেলনাগুলো শিশুদের বিষক্রিয়ায় আক্রান্ত করে। খেলনার ওয়ার্কশপটি সরকার বন্ধ করে দেয়। কামালী সমস্যা সমাধানের অনেক চেষ্টা করেন, কিন্তু সমাধান করতে না পেরে হতাশ হয়ে পরেন। কামালীর ছেলে সব দেখেন, তিনি বাবাকে সাহায্য করতে চান। বাবাকে সহযোগিতা করার সেই দুর্দান্ত প্রচেষ্টা নিয়েই চলচ্চিত্র লুপেটু।