রাউজান পৌর মেয়রের ওয়ার্ডে কাজ শুরু

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার নাগরিকদের সেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে মেয়র প্রতি সপ্তাহে একদিন ওয়ার্ড পর্যায়ে দাপ্তরিক কাজ করার কার্যক্রম শুরু করেছেন।

গত ২৯ আগস্ট মেয়র জমির উদ্দিন পারভেজ এই কার্যাক্রমের সূচনা করেন পৌর আট নম্বার ওয়ার্ড থেকে। সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত তিনি স্থানীয় জলিলনগর বাস শ্রমিক ইউনিয়নের অফিসে বসে দাপ্তরিক কাজের পাশাপাশি এলাকার মানুষের সমস্যার কথা শুনেন, কিছু সমস্যা তাৎক্ষণিক সমধান করে দেন। এদিন তিনি ময়লা আবর্জনা সংরক্ষণের জন্য বড় বড় তিনটি ডাস্টবিন জলিল নগরের ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানির হাতে হস্তান্তর করেন। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদানসহ অভাবগ্রস্ত মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, লুঙ্গি ও চাল বিতরণ করেন। মেয়র এখানে নালা নর্দমায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম ঘুরে দেখেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ চৌধুরী, পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম, পরিবহন মালিক সমিতির নবিদুল আলম, লোকমান হোসেন কোম্পানি, মুনছুরুল আলম, মোহাম্মদ ইউনুচ মিয়া, খোরশেদ আলম, কানুরাম নাথ, মোজাম্মেল হক খোকন, নাছির উদ্দিন, সাবের হোসেন, আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ আসিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধবাকলিয়ার চর এলাকা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার