ভালোবাসি স্কুল

শর্মিলা ধর | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ডিজু খুকী, কাজ তো অনেক, স্কুলে যাস না

যেতে হবে মা, বারণ করো না।

বড়ো হয়ে দেখতে চাই মা

তোমার মুখে হাসি

ওমা, স্কুল ভালোবাসি।

স্যারেরা মাগো কত্তো কিছু জানে

শিখবো সেখানে তাঁদের আনন্দিত মনে।

গেরস্থালী রান্না, শুধু এসব কেনো?

লেখাপড়া শিখতে হবে সেও তুমি যেনো।

নানান দেশের খবর বই পুস্তকে পড়ে,

জানতে কতোখানি, বসে থেকে ঘরে?

ছেলেমেয়ে সব, সমান সুযোগ পেলে পরে

চাঁদের হাসি বান ডাকবে প্রতি ঘরে ঘরে।

মা শুনে কয়, ওরে মানিক সোনা

স্কুলে যা তাড়া করে, করবো না মানা।

পূর্ববর্তী নিবন্ধসরকারি হাসপাতালের ভোগান্তি থেকে পরিত্রাণ চাই
পরবর্তী নিবন্ধচুয়েট : গৌরবময় পথচলার অগ্রযাত্রা