খৈয়াছড়া ঝরণায় বখাটেদের হামলায় ৪ পর্যটক আহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের খৈইয়াছড়া ঝরণায় ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের ঝরণা মুখে অবস্থিত কাঠাল বাগান আবদুস সালাম তালুকদার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত মো. ফয়সাল (২৫) নামে একজনকে মীরসরাই থানা পুলিশ আটক করে। তিনি ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া গ্রামের আবু তাহেরের ছেলে। হামলার শিকার সাংবাদিক শিমুল জাবালি বাদী হয়ে মীরসরাই থানায় মো. ফয়সাল ও সুমনের নাম উল্লেখ করে বুধবার দিবাগত রাতে অজ্ঞাত ৫৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সুমন পূর্ব খৈইয়াছড়া এলাকার তাজুফকির গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে খৈইয়াছড়া ঝরণা দেখতে ঢাকা থেকে পরিবার নিয়ে আসেন দৈনিক ইত্তেফাকের ঢাকায় অনলাইন বিভাগে কর্মরত সাংবাদিক শিমুল জাবালি। এসময় তার স্ত্রী লুফাইয়্যা শাম্মী, শ্যালিকা ওয়াক্বিয়াহ শাম্মী (২১), নাবিহা শাম্মী (১৫) সাথে ছিলেন।

সাংবাদিক শিমুল জাবালি বলেন, দুপুরে ঝরণায় যাওয়ার সময় কাঠাল বাগান আবদুস সালাম তালুকদার হোটেল এলাকায় ফয়সাল থেকে আমরা ৩টি বাঁশ ভাড়া নিই ৩০ টাকা দিয়ে। যাওয়ার সময় বাঁশ ফেরত দিলে ১৫ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও দোকান বন্ধ করে ফেলার অযুহাতে টাকা ফেরত দিতে অস্বীকার করে ফয়সাল। এসময় আমরা বাঁশ নিয়ে চলে যেতে চাইলে ফয়সাল, সুমন সহ ৫৬ জন আমাদের ওপর হামলা করে এবং মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ফয়সালকে আটক করা হয়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, খৈইয়াছড়া ঝরণা এলাকায় পর্যটকদের ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যার ক্ষত বঙ্গবন্ধু সাফারি পার্কেও
পরবর্তী নিবন্ধবিদায়ী প্রধান বিচারপতির বক্তব্যে ফুটে উঠেছে বিচার বিভাগের অবস্থা : খসরু