জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কারণ প্রাইমারিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। তাই প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সুশিক্ষিত জাতি এবং স্মার্ট নাগরিক গড়তে শিক্ষক ও অভিভাবককে একযোগে কাজ করতে হবে।
গতকাল বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এস আর রাশেদ, সাহেদা আকতার, নজির আহমদ, সৈয়দ মো. নুরুল হুদা চৌধুরী, করবী পাল, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা প্রমুখ। এতে বোয়ালখালীর ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
        










