ধানের দেশে গানের দেশে,
সহজ সরল প্রাণের দেশে,
পদ্মা, মেঘনার দুকূল ঘেঁষে,
সে এক সবল,
সে এক প্রবল,
বাংলাটাকে বক্ষে লয়ে
সে এক সৌম্য প্রাণ অবিচল,
আজও যেন মায়ের কোলে
শিশুর মতন হাসে।
শিশুর মতন হাসে সে প্রাণ।
হাসির তালে চলে উজান।
দেশ বাঁচানোর ভীম অভিযান।
সে এক সবল,
সে এক প্রবল,
বাংলাটাকে বক্ষে লয়ে
এক দরিয়ার স্নেহের অতল,
আজও যেন কণ্ঠ তুলে
বজ্র কথা বলে।
বজ্র কথা বলে সে জন।
কৃষক, শ্রমিক, মজুর, স্বজন।
মায়ের খোকা, সে প্রিয়জন।
সে এক সবল,
সে এক প্রবল,
বাংলাটাকে বক্ষে লয়ে
তুমুল ত্যাগের জীবন বিরল।
আজও যেন সবার বুকে
বীরের মত বাঁচে!
বীরের মত বাঁচে সেথা।
বীরের মত উঁচিয়ে মাথা।
অনল, অটল গর্ব গাথা।
সে এক সবল,
সে এক প্রবল,
বাংলাটাকে বক্ষে লয়ে
প্রাণ বিলিয়ে অস্তাচলে,
শান্ত, স্নিগ্ধ, নিবিড় বলে,
আজও যেন উড়লে পতাক
জয়ের মুষ্টি তোলে।
আজোও যেন মায়ের কোলে
শিশুর মতন হাসে।
আজও যেন সবার বুকে
বীরের মত বাঁচে!
আজও যেন কণ্ঠ তুলে
বজ্র কথা বলে।
আজও যেন উড়ছে পতাকা
জয়ের মুষ্টি তোলে।