ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ১৩ তম সমাবর্তনে আমন্ত্রিত ডেলিগেট হিসেবে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল গত ২৯ আগস্ট ব্রুনাই পৌঁছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফরেন অ্যাফিয়ার্স ডিভিশনের ডাইরেক্টর মাহফুজুর রহমান। গতকাল বুধবার সমাবর্তনে সুলতান হাসান আল বলকিয়াহসহ ব্রুনাই সরকারের বিভিন্ন মন্ত্রী, পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ইসলামিক ইউনিভার্সিটির প্রতিনিধি এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন।
সমাবর্তনের ফাঁকে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধিদল সুলতান হাসান আল বলকিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ব্রুনাইয়ের সুলতান প্রতিনিধিদলকে তাঁর স্পেশাল মজলিসে নিয়ে যান। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সুলতান হাসান আল বলকিয়ার সামনে আইআইইউসি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচিতি পৃথকভাবে তুলে ধরার পাশাপাশি প্রজেক্ট প্রোফাইল হস্তান্তর করেন ও ক্রেস্ট প্রদান করেন। সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। প্রতিনিধিদল সুলতান ছাড়াও ব্রুনাইয়ের ধর্মমন্ত্রী ও গ্রান্ড মুফতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি।