প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের সমাপনী আজ

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ কাবাডি লিগে গতকাল মঙ্গলবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় ইয়ং স্টার ব্লুজ ৬৭৫২ পয়েন্টে নিমতলা লায়ন্স ক্লাবকে, নবীন মেলা ৩১২০ পয়েন্টে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৩৪১০ পয়েন্টে কে এম স্পোর্টিং ক্লাবকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪৭৩৫ পয়েন্টে নবীন মেলাকে পরাজিত করে। আজ ১ম বিভাগের ফাইনাল খেলা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে এবং বিকাল ৪ টায় সুপার থ্রি’র শেষ খেলায় লিটল ব্রাদার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী উদয়ন সংঘের পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনুশীলনে চোট মোস্তাফিজের