বাংলাদেশের সংগীতশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা পেলেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। নিউজার্সি থেকে এতথ্য জানিয়েছেন ইভান নিজেই। সমপ্রতি বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে যান জুনায়েদ ইভান। সেখানে টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইভানকে স্বাগত জানান স্টেডিয়াম ভর্তি দর্শক। সেখানেও নিজের শ্রোতা–ভক্তদের মুখে অ্যাশেজের গান শুনতে পেরে আপ্লুত হয়ে পড়েন ইভান নিজেও। এসময় উপস্থিত ছিলেন নিউজার্সি’র মেয়র মাইকেল জনসন, কেমডেনের মেয়র নাজমা রহমান, কাউন্সিলর ফরিদ উদ্দিন, এসআরএই টিভির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদসহ আরও অনেকে। খবর বাংলানিউজের।
বাংলাদেশ আমেরিকান স্পোর্টস কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টে এবার অংশ নেয় ১৬টি দল। যার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে টস করে ম্যাচ উদ্বোধন করেন ইভান। খেলা শেষে বিজয়ী যুব সংঘের হাতে তুলে দেন টুর্নামেন্টের কাপ। এসময় ইভানের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক বিশেষ সিটি অব পিটারসন স্বীকৃতি সনদ। বিষয়টি নিয়ে জুনায়েদ ইভান বলেন, কনসার্টের জন্য তো আসা হয়ই, কিন্তু এবার ব্যাতিক্রমী আয়োজনে উপস্থিত হয়ে দারুণ সম্মানিত বোধ করছি। এখানে বাংলা কমিউনিটি স্ট্রং। তারা একতাবদ্ধ হয়ে অনেক ভালো করছে সবক্ষেত্রে। এটা আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণাদায়ক।