ইনস্টিটিউট অব এপ্লাইড হে্থে’র গাইনি ও প্রসূতি বিভাগের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু রেমোরিয়াল হসপিটালে ‘ইউজ অফ প্রজেস্টেরন ইন প্র্যাগনেন্সি’ বিষয়ক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। গত শনিবার সকালে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাফরুহা খানম পরাগ (গাইনি ও প্রসূতি বিভাগ, আইএএইচএস)।
প্রধান অতিথি ছিলেন আইএএইচএস’র প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. এএমএম এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন গাইনি বিভাগের উপদেষ্টা প্রফেসর ডা. রোকেয়া বেগম। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর ডা. রওশন আক্তার, প্রফেসর ডা. নাসরিন বানু, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মো. বদিউল আলম ও আইএএইচএস’র শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. এজেএম সাদেক।
আরো উপস্থিত ছিলেন আইএএইচএস’র সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা, ছাত্র–ছাত্রী, মেডিকাল অফিসার ও ইন্টার্নসহ অনেকে। সেমিনারে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের সময়ের আগে বাচ্চা ডেলিভারি হওয়ার প্রতিকার ও প্রতিরোধে প্রজেস্টেরন হরমোনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।