নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মুটকোর্ট সোসাইটির উদ্যোগে সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরের স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ। উদ্বোধন করেন আইন বিভাগের প্রধান মুর্তজা ইসলাম জোহানজেব তারেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, মুহাম্মদ ইয়াসিন, রওশন জাহান ফারহানা, প্রভাষক খাদিজাতুল কুবরা মারিয়া, জাহেদুল ইসলাম, তারিন হাসান এবং নায়েম আজাদ। প্রধান অতিথি সোসাইটির বিভিন্ন কার্যক্রমের সার্বিক সাফল্য বজায় রাখার আহবান জানান। দ্বিতীয় পর্বে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।