ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান ১৪ দলের

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দেওয়ায় এ থেকে পরিত্রাণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দল। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে ১৪ দলের নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনের সাথে তার দফতরে মতবিনিময় করতে গেলে উপরোক্ত আহ্বান জানান ১৪ দল নেতৃবৃন্দ।

এ সময় সুজন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বিধায় এ থেকে পরিত্রাণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। তাই জনপ্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সামাজিক সংগঠনসহ সর্বোপরি সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সুজন আরো বলেন, প্রাইভেট ক্লিনিকে ডেঙ্গু রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেস্টের নামেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ থেকে পরিত্রাণে বেসরকারি হাসপাতালের লাগাম টেনে ধরার জন্য বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) প্রতি অনুরোধ জানান তিনি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন বলেন, বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে বৈঠক করার কথা জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমানে ছড়িয়ে পড়া ডেঙ্গু পরিস্থিতি একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এসব বিষয় নিয়ে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সভা সমাবেশে সচেতনতামূলক বক্তব্য রাখার অনুরোধ জানান তিনি।

সুজন এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সাথে মুঠোফোনে কথা বলেন। এরপর ১৪ দল নেতৃবৃন্দ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপপরিচালক (স্বাস্থ্য) ডা. ইফতেখার আহমেদ, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশ গুপ্ত, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ মজুমদার, সাম্যবাদী দলের আহ্বায়ক অমূল্য বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহানগর সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, আলআমিন হাওলাদার, ডা. বিপ্লব পালিত, মো. হোসাইন, মুহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও জেয়াফত অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমহানবীর আদর্শই পারে বিশ্বময় শান্তি ফেরাতে