জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা নিয়ে এক আবৃত্তি অনুষ্ঠান গত ২৮ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের দেশব্যাপী আবৃত্তি আয়োজনের অংশ হিসেবে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ শিরোনামের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিনু রানী দাশ। আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। প্রেস বিজ্ঞপ্তি।