ইন্ডিপেনডেন্ট এ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর এস. এম আবু তৈয়ব বলেছেন,যৌথভাবে কাজ করে কোন প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে সেটার আনন্দই অন্যরকম, তাই উদ্যোক্তাদের সাথে অভিভাবক এবং চিত্ত–বিত্তের মানুষগুলো এগিয়ে আসলে আমাদের এই সমাজ অবশ্যই সুন্দর হবে। গতকাল মঙ্গলবার এনডিডিপি প্রদত্ত স্বাস্থ্য ভাতা বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপদেষ্টা সচিব এম নাসিরুল হক, সহ–সভাপতি রোসাঙ্গীর বাচ্চু, স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবর্তী। অনুষ্ঠানে ২২ জন অসচ্ছল বিশেষ শিশুর পরিবারের মাঝে সমাজ সেবার অধীন এনডিডিপি প্রদত্ত স্বাস্থ্য ভাতা ১০,০০০ দশ হাজার টাকা করে প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি স্কুলের সকল ক্লাস পরিদর্শন করেন এবং নিজেকে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত থাকার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি ।