চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার সমস্যা অনেক পুরনো। জলাবদ্ধতা নিরসনে বহু প্রকল্প নেওয়া হলেও মূলত সমন্বয়হীনতার অভাবেই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে না। শুধু বর্ষাকাল নয় সামান্য বৃষ্টি হলেই নগরীতে পানি উঠে রাস্তা–নালা মিলে এক হয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এই সমস্যা হলেই সিডিএ চসিক একে–অপরকে দোষারোপ করার সংস্কৃতি নগরবাসীকে সবসময় দেখতে হয়। চলতি মাসের ভারী বর্ষণে চট্টগ্রাম শহরের ৪০% এলাকা পানির নিচে ডুবে গিয়েছিল মানুষের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই সমস্যা থেকে উত্তরণে নিয়মিত নালা পরিষ্কার করতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে হবে পাহাড় নিধনে কঠোর ব্যবস্থা নিতে হবে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে এবং খালের গভীরতা বাড়াতে হবে। খাল–নালার সংস্কার সম্প্রসারণ ও উন্নয়ন করতে হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য পানি উন্নয়ন বোর্ড চসিক সিডিএ ওয়াসা বিদ্যুৎ ও গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানিসহ সেবাদানকারী সকল প্রতিষ্ঠান পারস্পরিক বুঝাপড়ার মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নিলে নগরবাসীর এই দীর্ঘদিনের কষ্ট কমবে। তাছাড়া নগরবাসীকেও প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষিত হয় এমন আবর্জনা নালায় ফেলা বন্ধ করতে হবে। নগরবাসীর সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা প্রতিটি সংস্থা যদি এক হয়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তবেই জলাবদ্ধতা নিরসন সম্ভব।
নুসরাত জাহান মুক্তা
শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।