লংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে দোকান ও বসতঘর। গতকাল ভোর ৪টার সময় বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, আনসার ও স্থানীয়রা কাজ করে।

বাইট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সৌরব জানান, আগুনে প্রায় ৩ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে। এতে বাইট্টাপাড়া বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩ বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এর আগেও বাইট্টাপাড়া বাজারে আগুন লেগেছিলো, এ বিষয়ে যথেষ্ট সচেতনতার প্রয়োজন।

লংগদু জোনের সেনাবাহিনীর একটি টহল দল আগুন লাগার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। বিদ্যুতের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং ১ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ আগুন নেভাতে সক্ষম হই।

পূর্ববর্তী নিবন্ধতিনজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা