পড়তে না বসায় শিশু আবিরকে ডিস ক্যাবল দিয়ে পিটিয়ে হত্যা

জিজ্ঞাসাবাদে শিক্ষকের স্বীকারোক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

পড়তে না বসায় খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান আবিরকে ডিস ক্যাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন। সোমবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার বলেন, দুই মাস আগে সদর উপজেলার ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে আবিরকে ভর্তি করা হয়। সেখানকার শিক্ষক হাফেজ আমিন হোসাইন গত রোববার দুই দফায় আবিরকে পিটিয়ে জখম করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ভর্তি করে সটকে পড়েন শিক্ষক আমিন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবিরের। সেদিন রাতেই শিশুটির পিতা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে একদিন পর সোমবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চান্দগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে আমিন হোসাইনকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাকে পিটানোর কথা স্বীকার করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) উৎপল বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি হাফেজ মো. আমিন হোসাইনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ড চাইবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে যাচ্ছেন সাড়ে ৬ হাজার নেতাকর্মী
পরবর্তী নিবন্ধঅক্টোবরে চালু হচ্ছে ক্যান্সার হাসপাতাল