বিয়ে বাড়িতে গভীর রাতে আগুন

পুড়েছে নতুন আসবাব, টিভি, ফ্রিজ বেড়াতে আসা স্বজনসহ সকলে অক্ষত

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রহস্যজনকভাবে সৃষ্ট আগুনে রাউজানের তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার গভীর রাতে নোয়াপাড়া ইউনিয়নের সালেহ আহমদ ড্রাইভারের পাশের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই বাড়িতে এক মাস আগে ওমান থেকে দেশে আসেন প্রবাসী মুহাম্মদ রাশেদ। গতকাল রাতে বিয়ে পরবর্তী তার এক অনুষ্ঠান ছিল। বাড়িতে ছিল বেড়াতে আসা আত্মীয়স্বজন। অনুষ্ঠান শেষ করে সকলেই ঘুমিয়ে পড়লে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে উঠে দৌড়াদৌড়ি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়।

জানা যায়, আগুনে বিয়ে বাড়ির নতুন আসবাব, গোলার ধান, টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া বসতঘরটি টিনশেডের ছিল। ওই ঘরে তিনটি পরিবার বসবাস করত। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন নুর মোহাম্মদ (৭৮), নুরুল আবছার (৫৫) ও মোহাম্মদ সাকিবের (২০) পরিবার।

রাউজান ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, তাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিয়েবাড়ির সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরে চালু হচ্ছে ক্যান্সার হাসপাতাল
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ৪৫৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু