মুক্ত বিহঙ্গ ক্লাবের সেপাক টাকরো কমিটি গঠন

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১১:৪৬ পূর্বাহ্ণ

সিজেকেএস সেপাক টাকরো লিগে অংশগ্রহণকারী দল হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের সেপাক টাকরো কমিটি গঠনকল্পে এক সভা মো. আবদুল কুদ্দুস সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার আলী আজম। সভায় ব্যবসায়ী মো. কামাল উদ্দিনকে চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মঞ্জুর আলমকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শওকত আকবর, সিজেকেএস কাউন্সিলর মো. হাসান মুরাদ, মো. লুৎফুল করিম সোহেল, মো. ইব্রাহিম, মো. সালাউদ্দিন, মো. বাহাদূর কিবরিয়া, ফিরোজ ও শাহানামা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ান ফ্রাঞ্জাইজি লিগ বিগ ব্যাশ ড্রাফটে তাইজুল-রিপন-জাহানারা
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনায় গোল করেছেন জামাল ভূঁইয়া