কিশোর গ্যাং লিডার লাল মানিকসহ গ্রেপ্তার ৩

আকবর শাহে যুবককে কুপিয়ে জখম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনীর মধ্যম জানারখীল এলাকায় আবুল হাসনাত বাবু নামে এক যুবককে কুপিয়ে আহত করার মামলায় মানিক গ্যাংয়ের প্রধান মো. মানিক প্রকাশ লাল মানিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের পাহাড়তলী থানার নয়াপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম আকাশ (২৬), আকবর শাহ থানার বিশ্বকলোনী মৃত মো. মোস্তফার ছেলে মো. মানিক প্রকাশ লাল মানিক (২৭) ও একই থানার জানারখীল এলাকার বাবুল সওদাগরের ছেলে মো. রুবেল (২৬)

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার আজাদীকে বলেন, জানারখীল এলাকায় হত্যার উদ্দেশ্যে আবুল হাসনাত বাবুকে কুপিয়ে মারধরের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট রোববার সকাল সাড়ে দশটায় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম আকাশকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামি জাহাঙ্গীর আলম আকাশের তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক প্রকাশ লাল মানিক ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাবাসাবাদে জানিয়েছে, এলাকায় তারা মানিক গ্যাংয়ের নেতৃত্ব দিত এবং এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন নাশকতামূলক কাজ করতো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত আটটার দিকে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ আবুল হাসনাত বাবু, কাইয়ুম ও জয়নালকে মারার উদ্দেশ্যে জানারখীল এলাকায় প্রবেশ করে ৪৫টি দোকান ভাংচুর করে। পরবর্তীতে আবুল হাসনাত বাবুকে কিলঘুষি মেরে কিরিচ দিয়ে বাবুর মাথায় ও বাম পায়ের গোড়ালি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলে এগিয়ে আসা সাগর ও আজাদকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাগর ও আজাদকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বাবুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট আকবর শাহ থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ জনকে আসামি করে মামলা করে একটি মামলা করা হয়।

এই মামলার প্রেক্ষিতে র‌্যার অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার প্রধান মো. মানিক প্রকাশ লাল মানিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএকই দিনে চাচাতো জেঠাতো ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ভাষণ দিবেন