হাটহাজারীতে চাচাতো জেঠাতো ভাইয়ের একই দিনে মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে রমজান আলী চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় অন্যজন ভারত থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা যায়, উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের রমজান আলী চৌধুরী বাড়ির মরহুম শাহ আলম চৌধুরী ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৩৫) সমপ্রতি চিকিৎসার জন্য ভারতে যান। গতকাল চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বেনাপোল বর্ডার পাড় হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইকবালের। অন্যজন একই বাড়ির মরহুম খোরশেদ আলম চৌধুরী ছেলে শহীদুল আলম চৌধুরী শিমূল (৩৮)। গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মৃত্যু হয় শিমুলের। দুই চাচাতো জেঠাতো ভাইয়ের জানাজা আজ মঙ্গলবার রমজান আলী চৌধুরী জামে মসজিদে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুই আপন চাচাতো জেঠাতো ভাইয়ের একই দিনে মৃত্যুতে স্থানীয় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












