ওয়াজেদ মিয়ার নামে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নাটোরে ড. এম ওয়াজেদ মিয়ার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর অনুমোদন দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়টি নাটোরে স্থাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে ‘আমারপে’ কিস্তি সুবিধা