বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চারা বিতরণ

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এবং বিজয় ’৭১ এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মো. আনিছুর রহমান ফরহাদের সঞ্চালনায় চারা বিতরণ ও আলোচনা সভা গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযুদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্যামল মিত্র, রাখাল চন্দ্র ঘোষ, মাদল চন্দ্র বড়ুয়া, শাহিদা আক্তার জাহান, কাঞ্চন মহাজন। প্রধান আলোচক ছিলেন ডা. আর কে রুবেল। উপস্থিত ছিলেন এস বি জীবন, ডা. এস কে পাল সুজন, শিক্ষিকা রোপি দাশ, রিংকু ভট্টাচায, উত্তম কুমার দে, রতন ঘোষ, বুলবুল বড়ুয়া প্রমুখ। শেষে সংগঠনের কর্মকর্তাদের মাঝে চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘নজরুল শান্ত রসের দেশে আনেন রৌদ্র রসের অসহ্য দহন ও দীপ্তি’
পরবর্তী নিবন্ধআশেন্দু বিকাশ বড়ুয়া