চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির ফুটখালি ব্রিজের পাশে মেসার্স জান্নাত এগ্রো ফার্ম-এর সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয় বলে জানায়।
গ্রেফতাররা হলো চট্টগ্রামের হালিশহর থানার ফকিরগলি ধোপাপাড়া এলাকার আতাউর রহমান সরকারের পুত্র আরমান সরকার জয় (২৬), উখিয়া থানার থায়ংখালী এলাকার রশিদ আহমদের পুত্র শফি উল্লাহ (৩২), টেকনাফের লেদা ক্যাম্প এলাকার দিলদার হোসেনের পুত্র রুবেল (২০), একই ক্যাম্পের নুরুল ইসলামের পুত্র ছৈয়দুল ইসলাম (২) ও ব্লক বি-এর মো. হাবিবুল্লাহর পুত্র মো. ইয়াকুব (২০)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালি ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।