প্রথম দিনে দল বদল করেছে বিসিআইসির ৮ জন

চট্টগ্রামের প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম ফুটবল লিগ হচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। আর চট্টগ্রামের ফুটবলের সেরা লিগ এটি। যদিও গত লিগ আর এবারের লিগের মাঝখানে সময়ের ব্যবধানটা কম হওয়ায় দল গুলো এই সময়ে ফুটবল লিগ খেলতে চায়নি। তারপরও খেলাধুলার স্বার্থে তারা রাজি হয়েছে ফুটবল লিগ খেলতে। আর সে হিসেবেই সবার সম্মতিতে ঘোষণা করা হয় দল বদলের। প্রথমে ঘোষণা করা হয়েছিল ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত হবে ফুটবলারদের দল বদল। পরে সেটা পিছিয়ে করা হয় ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। গত কয়দিন ধরে স্টেডিয়াম পাড়ায় এই দল বদল নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু দল বদলের প্রথম দিনেই তেমন সাড়া পড়েনি। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দল বদলের সময় নির্ধারিত ছিল। আর নির্ধারিত সময়ের একেবারে শেষের দিকে এসে দল বদল কার্যক্রমে অংশ নেয় গত বছর প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া বিসিআইসি ক্রীড়া সংসদের আটজন ফুটবলার। তাদের মধ্যে শতাব্দী গোষ্ঠী থেকে বিসিআইসিতে যোগ দিয়েছেন রাকিব হোসেন, শরীফুল ইসলাম, রনি দে, রায়হান হোসেন এবং রবিউল হোসেন। ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাব থেকে বিসিআইসিতে এসেছে ইতুল কান্তি দে এবং মো. আইয়ুব। আর বাকলিয়া একাদশ থেকে বিসিআিইসিতে এসেছে ইমন বড়ুয়া। তবে প্রিমিয়ার লিগের কোন দল গতকাল দল বদল কার্যক্রমে অংশগ্রহণ করে নাই। যদিও শোনা যাচ্ছে এবারের প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ক্লাব শক্তিশালী দল গঠনের উদ্যেগ নিয়েছে। যেহেতু এখনো এক সপ্তাহেরও বেশি সময় রয়েছে সেহেতু দেখার বিষয় কোন ক্লাব কেমন দল গড়ে। সচরাচর দল বদলের প্রথম দিনটা বেশি জমজমাট থাকে। তবে এবারের শুরুটা তেমনটি হলো না। আজ দল বদলের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনটা কেমন যায় সেটাই এখন দেখার বিষয়।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে দলবদল কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ

সভাপতি মো. হাফিজুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সহ সভাপতি ও দলবদল কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস নির্বাহী সদস্য ও সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মো. শাহ পরান, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, দলবদল কমিটির সদস্য আলী আকবরসহ লিগে অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকা পৌঁছে গেছে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবলের ২টি সেমিফাইনাল আজ ও কাল