সুমী শারমীনের নতুন গান ‘চল বেঁচে থাকি’

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

সুমী শারমীন মাত্র সাড়ে চার বছর বয়স থেকে ১১ বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওস্তাদ সাইমুদ আলী খাঁন, ওস্তাদ ওমর ফারুক, ওস্তাদ আজাদ রহমান, শ্রী মঞ্জুশী রায়, পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর কাছে বেনারেস ঘরানায় ক্লাসিকাল ধ্রুপদে তালিম নেন। নতুন কুঁড়িতে চ্যাম্পিয়নসহ জাতীয় পর্যায়ে সংগীতের বিভিন্ন বিষয়ে প্রথম হয়ে ১১টি স্বর্ণপদক অর্জন করেন এ শিল্পী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় ছাত্রী থাকা অবস্থায় প্লেব্যাক, জিঙ্গেলসহ বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘চল বেঁচে থাকি’। গুঞ্জন রহমানের গীতিকবিতায় গানটির সুর করেছেন রাজিব হোসাইন আর সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহি আব্দুল্লাহ। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ। এ বছর শিল্পী সুমী শারমীন বাংলাদেশ সরকারের জয়িতা অন্মেষণে শ্রেষ্ঠ জয়ীতা পদক অর্জন করেন। গানের পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গে জড়িত। এ পর্যন্ত তার আন্তর্জাতিক জার্নালসহ একক বই ১৮টি। তিনি জাতীয় পর্যায়ে স্বীকৃত গীতিকার হিসেবে বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট শেখ কামাল ইনকিউবেটরে স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!