চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে গতকালের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু করায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
এ সময় সুজন বলেন, রাতভর অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। জোয়ারের কারণে সকালেও পানিবন্দি ছিল নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে শিক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সংশয় সৃষ্টি হওয়ায় সকালে শিক্ষা উপমন্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলেন সুজন। তিনি উপমন্ত্রীকে বলেন, অনেক পরীক্ষাকেন্দ্রের সামনের সড়কও পানিতে ডুবে থাকার খবর পাওয়া গিয়েছে। তাছাড়া বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ সৃষ্টি হতে পারে। সার্বিক বিষয় বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু করার জন্য শিক্ষা উপমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
শিক্ষা উপমন্ত্রী নওফেল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রামে ২৯টি কেন্দ্রে ১ ঘণ্টা দেরিতে এইচএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত প্রদান করেন। সুজন শিক্ষা উপমন্ত্রীকে কৃতজ্ঞতার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও আন্তরিক ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।