৪ লাখ ৩০ হাজার ইয়াবা রেখে পালাল ওরা

সীমান্তে বিজিবির অভিযান পৃথক স্থানে শয়নকক্ষে মিলল ৮০ হাজার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

টেকনাফের নাজিরপাড়া পয়েন্টে মাদক কারবারি চক্রের ফেলে যাওয়া ৪ লাখ ৩০ হাজার ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি। গত শনিবার রাত দেড়টার দিকে চালানটি জব্দ করা হয়। এদিকে পৃথক অভিযানে গতকাল সকালে এক ব্যক্তির শয়নকক্ষ থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মিয়ানমার থেকে নাজিরপাড়া পয়েন্ট বিআরএম৫ হতে আনুমানিক ৮শ গজ উত্তরপশ্চিম দিকে আলুগোলার মাছের প্রজেক্টের মাঝেরকাঠি দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদর ও নাজির পাড়া বিওপির পৃথক ২টি টহল দল কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বন ও বেড়িবাঁধে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৬ জন ব্যক্তি ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বাংলাদেশ অংশে আসতে দেখে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে ওরা নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪টি প্লাাস্টিকের বস্তা উদ্ধার করে। ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে মালিকবিহীন ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শয়নকক্ষে ৮০ হাজার ইয়াবা : টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকায় গতকাল সকালে ৮০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তিনি স্থানীয় নুরুল ইসলামের ছেলে। র‌্যাব১৫ কক্সবাজার অফিসের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সাবরাং মন্ডলপাড়া এলাকার জনৈক নুরুল ইসলামের বসতবাড়িতে র‌্যাবের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার শয়নকক্ষে খাটের নিচে প্লাস্টিক বস্তার ভেতরে রাখা ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুমকি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী নিহত