শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগে আধা কেজি স্বর্ণ

ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ রেজাউল করিম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় আধা কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

গতকাল রোববার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন। এ সময় রেজাউল করিমকে আটক করা হয়। আটক রেজাউল করিম কক্সবাজারের মহেশখালীর আবুল হোসেনের ছেলে। জানা গেছে, রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড৫৬৩ নামক একটি ফ্লাইটে করে দুবাই থেকে আসেন ওই যাত্রী। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ঋত৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ৫টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের দণ্ড ও ৫টি রিং সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, আটক রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হচ্ছে পতেঙ্গায়
পরবর্তী নিবন্ধএইচএসসি শুরুর ৮ ঘণ্টা আগে ছাত্রীর আত্মহত্যা