জাতীয় শোক দিবস উপলক্ষে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম, মো ইউনুস ও নিয়াজ মোর্শেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম পি। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা যে হত্যার রাজনীতির জাল বুনেছিল তার ধারাবাহিকতায় তারা বারবার আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এতে বক্তব্য রাখেন মহানগর আ.লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন বাচ্চু, সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, স্বপন কুমার মজুমদার, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ, আজিজুর রহমান আজিজ, ইমরান আহমেদ ইমু, এমরান কাদের, মন্জুর মোর্শেদ, আশরাফ উদ্দিন জাগির, প্রবীর দাশ, কামরুল হক, নাসির উদ্দিন, সাইফুল আলম, শাহ আলম জুয়েল, তালেব আলী, জয়নাল উদ্দিন জাহেদ, ওমর ফারুক, খোরশেদ আলম, হাসানুল আলম সবুজ, মো. জুনায়েদ, আকবর খান, শাহাদুল আলম জুয়েল, মুস্তাকিম তাওসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।